বাংলাদেশ শিল্পকলা একাডেমির নির্দেশনায় নীলফামারীর ডোমারে ক্ষুদে শিল্পীদের নিয়ে দুইদিন ব্যাপী 'সঙ্গীত ও নৃত্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা'-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ই সেপ্টেম্বর) উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শাফিউল ইসলাম, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা স্কাউটসের সম্পাদক মোঃ হারুন অর রশীদ, ডোমার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রওশন রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

২০ জন প্রশিক্ষণার্থীকে নৃত্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর নিয়মিত নৃত্যশিল্পী মোঃ আনিস রহমান ও মোঃ ফেরদৌস। এছাড়া সঙ্গীত বিষয়ে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রঞ্জিত কুমার।

পরে, প্রশিক্ষণ কর্মশালার সমাপনী উপলক্ষ্যে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024