|
Date: 2024-09-07 18:43:08 |
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ঘোনা পাড়ায় পুকুরের পানিতে গোসল করতে নেমে তৌছিপ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়। আজ ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টার দিকে এই ঘটনাটি ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, তৌছিপ লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারীখিল এর বীর মুক্তিযোদ্ধা আবুল বশরের নাতি ও মোহাম্মদ হেলাল এর ছেলে। সে পাশের এলাকা ঘোনাপাড়ায় খালার বাড়ীতে বেড়াতে যায়, সেখানে বিকেলে বিলের মধ্যে ফুটবল খেলে। সন্ধ্যায় বাড়ী সংলগ্ন পুকুরে অন্যান্য ছেলেদের নিয়ে গোসল করতে নামে এবং পুকুরে ডুব দেয়। কিন্তু দীর্ঘক্ষণ পানি হতে না উঠলে খালার বাড়ীতে সংবাদ দিলে তারা এসে মাছ ধরার জাল দিয়ে পানি হতে তৌছিকে উদ্বার করে। তাৎক্ষণিক তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। তার মৃত্যুতে আত্বীয় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
© Deshchitro 2024