|
Date: 2024-09-08 07:07:33 |
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আলাদা আলাদা দুটি স্থান থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
৮ সেপ্টেম্বর(রোববার) সকালে উপজেলার হামিদপুর কাশতলা ভিটিবাড়ি ও বানিয়াপাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে ঘাটাইল থানা পুলিশ।
এমএকজনের পরিচয় পাওয়া গেলেও অপর ব্যক্তির পরিচয় এখানো নিশ্চিত হওয়া যায়নি । একজন কাশতালা গ্রামের ইছহাক আলীর ছেলে সাজ্জাদ হোসেন ইমন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কাটাছেঁড়ার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
এদিকে কাশতলা ভিটিবাড়ি এলাকার একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে সাজ্জাদ হোসেন ইমনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের লোকজন বলতে পারছেনা কে বা কারা তাকে হত্যা করে এমন ভাবে কচুরিপানার নিচে লুকিয়ে রেখেছিল।
বিষয়ে ঘাটাইল থানার উপ-পরিদর্শক রুবেল রানা জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
© Deshchitro 2024