|
Date: 2024-09-08 11:35:53 |
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শেরপুর জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনিরুল হাসান মহোদয়ের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে সকলের সাথে কাজ করার আশা ব্যক্ত করেন। এছাড়াও সভায় শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যগণে সহিত বিস্তর আলোচনা করা হয়। এর আগে নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনিরুল হাসান। এ সময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024