|
Date: 2022-11-11 10:32:54 |
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় এইচএসসি এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকটি ফেলে পালিয়েছে চালক। দুর্ঘটনায় মৃত ওই যুবকের নাম রাসেল। তিনি কাটাখালি এলাকার মাহিন্দ্রা এলাকার পশ্চিম কাজিপুর গ্রামের আলমগীর আলীর ছেলে। কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর জানান, হরিয়ান-মাহিন্দ্রা বাইপাস মোড়ে মুরগির বিষ্ঠাবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে রাসেলের মোটরসাইকেলের। এসময় রাসেল ট্রাকের চাকার নিচে পড়ে তার মৃত্যু হয়। সে এইচএসসি পরীক্ষার্থী ছিল। ঘটনার পর মৃতের পরিবার লাশ নিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য তারা লাশ দিতে চাচ্ছে না বা মামলাও করতে চাচ্ছে না। এ বিষয়ে মৃতের পরিবারের সাথে কথা বলা হচ্ছে। ওসি জানান, ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেছে। চালককে ধরতে পুলিশ কাজ করছে। |
© Deshchitro 2024