বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং হাতীবান্ধা-পাটগ্রাম আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের দিকনির্দেশনায় পাটগ্রাম পৌর ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ বান্ধব নানা প্রজাতির শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে। 

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পৌর ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক স্বাধীন ইসলামের নেতৃত্বে এসব বৃক্ষরোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পৌর ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক সজিব ইসলাম, ক্রিয়া বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, সদস্য রাব্বি, নাহিদ, লিমন প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024