|
Date: 2024-09-09 07:32:08 |
কক্সবাজার ৪ থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
রোববার (৮সেপ্টেম্বর)রাত রাত ৭টার দিকে কক্সবাজার জেলা পুলিশ সুপার রহমত উল্লাহর সই করা এক আদেশে তাঁদের প্রত্যাহারের কথা জানানো হয়।
অন্তর্বর্তী সরকার গঠনে আসার পর কক্সবাজারে এই প্রথম থানার ওসি পদে রদবদল হয়েছে।
প্রত্যাহার হওয়া ৪থানার ওসি হলেন,কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান , টেকনাফ মডেল থানার ওসি ওসমান গনী, রামু থানার ওসি, আবু তাহের দেওয়ান,ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা।
বিষয়টি নিশ্চিত করেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাকিল।
তিনি জানান, ৪থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।তাদের জায়গায় নতুন কর্মকর্তা আসবেন।
© Deshchitro 2024