|
Date: 2022-11-11 13:17:00 |
নরসিংদী জেলার মাধবদী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জনাব মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে মাধবদী থানার আওতাধীন প্রতিটি এলাকায় চলছে বিশেষ অভিযান। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ সহ যাবতীয় অপরাধ নিয়ন্ত্রণে চলছে এই বিশেষ অভিযান।
মাধবদী থানার অফিসার ইনচার্জ জনাব রকিবুজ্জামান এর দিক নির্দেশনায় অদ্য অদ্য ১১ নভেম্বর শুক্রবার সকাল থেকেই পুলিশ পরিদর্শক (অপারেশন ) জনাব মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
প্রতিটি এলাকায় রাস্তায় অলি গলিতে সারাদিন ব্যাপি চলে এই বিশেষ অভিযান। দেখা যায় সন্দেহ জনক বাইক, গাড়ি সহ অনেকেই তল্লাশি করা হয়। মাধবদী থানার পুলিশ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন বলেন অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।
জনগনের জানমালের নিরাপত্তার সার্থে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে মাধবদী থানা পুলিশ।
© Deshchitro 2024