|
Date: 2024-09-09 10:06:10 |
শেরপুরের ঝিনাইগাতী থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) রোকসানা আক্তার খানম সদ্য এসআই (নিরস্ত্র) হতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতি পাওয়ায় আজ ৯ সেপ্টেম্বর ২০২৪ সোমবার শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে তাকে র্যাংক ব্যাজ পরিধান করান, শেরপুরের নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ওই সময় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শককে পেশাদারিত্ব বজায় রেখে জনসেবা প্রদানের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, সদ্য পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পাওয়া রোকসানা আক্তার খানম নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার একজন কৃতী সন্তান। তিনি ২০১২ সালে ৩৩তম আউটসাইট ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশ এসআই (নিরস্ত্র) পদে যোগদান করেন। প্রথমে তিনি জামালপুর জেলায় দায়িত্ব পালন করেন। পরে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। তিনি শীঘ্রই ঢাকা এসবি’তে যোগদান করবেন বলে জানা গেছে। তিনি সকলের দোয়া প্রার্থী।
© Deshchitro 2024