|
Date: 2024-09-09 14:36:47 |
শ্যামনগর কৈখালী ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্যামনগর উপজেলা প্রেসকাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন প্রবাস জীবন শেষে ইউনিয়ন বাসীর সেবা করার জন্য নিজেকে নিয়োজিত করেন। তিনি নিজে সক্রিয়ভাবে কোন রাজনৈতিক দলের সাথে জড়াননি। তার প্রতিপক্ষ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি একাধিক নাশকতা মামলা সহ ৫০টির অধিক মামলা দিয়ে মাসের পর মাস কারা অভ্যন্তরে রেখেছে।
তিনি বলেন গত ৮ সেপ্টেম্বর শ্যামনগর প্রেসকাবের সামনে মিথ্যা ভয়ভীতি দেখিয়ে একত্রিত করে তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মানববন্ধন করেন। তার সাথে কয়েকজন ইউপি সদস্য আছেন বলে অপপ্রচার চালায় যাহা মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন জেলেকার্ড তালিকা, ফেয়ার প্রাইজ তালিকা ও ডিলার নিয়োগ হয়েছে বিগত সরকারের আমলে। উক্ত ডিলারগণ আওয়ামীলীগ পদ পদবীধারীনেতা। কৈখালী ইউপি আওয়ামীলীগের সভাপতির নিকটতম আতœীয়। এই ডিলারগণের অনিয়মের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন বলে জানান। গত নির্বাচনে তাকে মিথ্যা মামলায় জড়ানোর কারণে নির্বাচন প্রচার প্ররোচনায় নিজেকে সম্পৃক্ত করতে পারেননি এমনকি ভোটও দিতে পারেননি বলে লিখিত বক্তব্যে তুলে ধরেন। এছাড়া তিনি অন্যান্য অভিযোগের কথা লিখিত বক্তব্যে তুলে ধরেন। তিনি বলেন তার বিরোধীরা নিজেদের অপকর্ম ঢাকতে মিথ্যা মানববন্ধন করেন। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। ইউনিয়নের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।
ছবি- শ্যামনগর প্রেসকাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম।
© Deshchitro 2024