|
Date: 2024-09-09 14:45:27 |
'শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য' স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস উদ্বোধন, র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ই সেপ্টেম্বর) বাদ আসর উপজেলা শহরের বাটার মোড় থেকে উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের আয়োজনে একটি উদ্বোধনী র্যালী বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় বাটার মোড়ের রুবেল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল।
© Deshchitro 2024