মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন, ভারপ্রাপ্ত পৌর মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ফিরোজ হাসানসহ কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম, অর্থ লোপাট এবং দুর্নীতির অভিযোগের তদন্ত হচ্ছে। সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির আবেদনের প্রেক্ষিতে গত ৮ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত একপত্রে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালককে তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।


সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে নির্যাতনে অভিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিনকে গত ৭ সেপ্টেম্বর কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে (ইউএনও) পদায়ন করা হয়। কিন্তু পূর্বের বিভিন্ন অভিযোগের বিষয় সামনে আসায় একদিন পরই তাকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।


এদিকে সাতক্ষীরার সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি সুনিদিষ্ঠ ৯টি বিষয় উল্লেখ করে অভিযোগ দিয়েছেন। এসব অভিযোগের মধ্যে রয়েছে, পৌরসভার উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সংক্রান্ত নীতিমালা অনুসরণ না করে জনগুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে নিজেদের স্বার্থে লাভজনক খাতে ভুয়া প্রকল্পের নামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৯২ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাত। বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেআইনীভাবে আর্থিক অনুদান দেখিয়ে ২০ লাখ ৮০ হাজার টাকা আত্মসাত। কোন কাজ না করে ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচীর আওতায় ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাত।


অর্থ বানিজ্যের মাধ্যমে পৌরসভার বিভিন্ন পদে ১০ জন কর্মচারী নিয়োগ ও অর্থের বিনিময়ে বিধি বহির্ভূতভাবে ৪ জন মাস্টাররোল কর্মচারী নিয়োগ। অর্থ বানিজ্যের মাধ্যমে পৌরসভা পরিচালিত দি পোলস্টার স্কুলে কর্মচারী নিয়োগ। প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিনের যোগসাজসে সাতক্ষীরা পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তার গাড়ী চালক শেখ শহিদুল্লাহকে বেআইনীভাবে অধিকাল ভাতা প্রদানের নামে ১ লাখ ৫৮  হাজার ৭৭১ টাকা আত্মসাত।


ভাগ্যকুল মার্কেটের জায়গা বরাদ্দের নামে বিভিন্ন ব্যক্তির নিকট হতে অর্থ আদায়। কোরাইশী ফুড পার্কের লাইসেন্স এর ফাইল আটকে দিয়ে ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণ এবং বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপনের অর্থ বেশি দেখিয়ে অর্থ আত্মসাত। সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন, কাজী ফিরোজ হাসান ও সিইও নাজিম উদ্দিন পরস্পর যোগসাজশে পৌরসভার কোটি কোটি টাকা লোপাট করেছেন। তিনি তাদের শাস্তির দাবি জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024