মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাইয়ের পদত্যাগের দাবীতে মানববন্ধনন করেছে শিক্ষার্থীরা। সোমবার (৯ সেপ্টেস্বর) বেলা ১০টা থেকে ২টা পর্যান্ত স্কুল প্রাঙ্গণ থেকে সাতক্ষীরা খুলনা মহাসড়ক পর্যান্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় তারা ‘একদফা এক দাবী শেখ আব্দুল হাইয়ের পদত্যাগ চাই’ বলে স্লোগান দিতে থাকে। পরে তালা উপজেলা সহকারী ভূমি কমিশানার আব্দুল্লাহ আল আমিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পাটকেলঘাটা বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অপু, জাহিদ, ছাকিব, সামির, ইমন, জাহিদুর আল মামুন প্রমূখ।


বক্তারা বলেন, ‘শেখ আব্দুল হাই প্রধান শিক্ষক হওয়ার পর থেকে বেপরোয়া হয়ে উঠেছিলেন। তিনি নিয়মিত স্কুলে আসতেন না। প্রতিষ্ঠানের কোন উন্নয়ন না করেই দীর্ঘদিন যাবৎ স্কুল ফান্ডের টাকা লুটপাট করেছেন। এছাড়া কয়েক মাস বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীর নিয়োগে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।’ এই প্রধান শিক্ষক পদত্যাগ না করলে তাদের বিক্ষোভ চলবে বলে সতর্ক করেন তারা।

বিষয়টি নিয়ে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাইয়ের সাথে কথা বললে তিনি জানান, ‘ইতোপূর্বে আমার বিরুদ্ধে তিন বার অডিট হয়েছে। কর্তৃপক্ষ আমার কোন দুর্নীতি পায়নি। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে প্রতিষ্ঠানের তিনজন শিক্ষক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। আজ তারা টাকা পয়সা দিয়ে আমার বিরুদ্ধে প্রতিষ্ঠানের ছাত্রদের উসকে দিয়েছে।’ তারা আমাকে জোরপূর্বক পদত্যাগ করানোর জন্য চেষ্টায় আছেন বলে অভিযোগ করেন তিনি।

তালা উপজেলা সহকারী ভূমি কমিশনার আব্দুল্লাহ আল আমিন জানান, ‘আপাতত আব্দুল হাইকে স্কুলের সকল কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে লিখিত সুপারিশ করে বোর্ডে পাঠানো হবে। এরপরে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যাবস্থা নিবে।’


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024