ফিলিস্তিনের অবরুদ্ধে গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলের হামলা অব্যাহত আছে। দখলদার দেশটির হামলায় ‘মানবিক অঞ্চল’ দক্ষিণ গাজায় আরো ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন। খবর বিবিসির।


ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তাদের বিমান সূক্ষ্ম অস্ত্র ব্যবহার করে হামাস যোদ্ধাদের খান ইউনিসের একটি অপারেশন সেন্টারে হামলা চালায়।


স্থানীয় বাসিন্দারা জানান, ইসরায়েলি বাহিনীর চালানো তিনটি হামলায় খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসির মানবিক অঞ্চলে বাস্তুচ্যুত তাঁবুতে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।


হামাসের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের অপারেশন ডিরেক্টর বলেন, ইসরায়েলের হামলায় ৪০ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে রয়েছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024