|
Date: 2024-09-10 07:55:47 |
সিরাজগঞ্জ জেলা জাসাসের আয়োজনে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ৪ঠা আগস্ট বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবিতে সিরাজগঞ্জে সাংস্কৃতিক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রাটি সকালে শহরের বাজার স্টেশন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময়, অনুষ্ঠিত পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। পদযাত্রায় জেলা বাসদের আহ্বায়ক নবকুমার কর্মকার, জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহ দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আহসান হাবীব উজ্জ্বলসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মিরা।
© Deshchitro 2024