|
Date: 2024-09-10 08:56:47 |
শেরপুর সদর উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আয়োজনে সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর ২০২৪ সোমবার সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্রাম হোসেন। সহায়ক হিসেবে আরও উপস্থিত ছিলেন, সীডস কর্মসূচির উপজেলা সমন্বয়কারী সত্যজিত মৃ, মাঠ সহায়ক সুবল ম্রং। মাঠ সহায়ক রনু নকরেকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, ডোপারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হিরু। প্রশিক্ষণে কারিতাস বাংলাদেশ, স্ট্রমী ফাউন্ডেশন, সীডস কর্মসূচি, সুপারভিশ, মনিটরিং কী, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এর গুরুত্ব, তত্বাবধায়ক হিসেবে শিক্ষক/প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে ডোপারচর ও বড় ঝাউয়েরচর নূরে আলম ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ মোট ১০ জন শিক্ষক অংশগ্রহণ করে।
© Deshchitro 2024