|
Date: 2022-11-11 14:39:17 |
যশোরের অভয়নগরে নওয়াপাড়া ভৈরব নদীতে পড়ন্ত বিকেলে বর্ণিল সমাজে সজ্জিত একরাশ জলরাশিতে অনুষ্ঠিত হয় এই নৌকা বাইচ প্রতিযোগিতা। আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতেই এই উৎসবমুখর নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন বলে জানান আয়োজকরা।
১১নভেম্বর শুক্রবার দুপুর থেকেই হাজার হাজার নারী-পুরুষ, যুবক -যুবতীসহ নানা বয়সের মানুষেরা ভৈরব নদীর দু পাড়ে ভীড় জমায় এই নৌকা বাইচ দেখার জন্য। করনার প্রাদূর্ভাবে নৌকা বাইচ প্রতিযোগিতা বন্ধ থাকার কারণে মানুষের মনে দীর্ঘদিনের প্রতাশার প্রতিফলন ঘটেছে এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখবার জন্য।
ঢাক ঢোলের তালে তালে গ্রাম বাংলার গলা ছেড়ে গাওয়া ভাটিয়ালি গান আর মাঝিমাল্লার বৈঠার ছন্দে মাতিয়ে তোলে নৌকা বাইচ প্রতিযোগিতা। নদীমাতৃক এই বাংলাদেশে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্য বহু দূর দূরান্ত থেকে লোকজন ভিড় জমায় সেই সাথে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। নদীর এপার ওপার মানুষের এক মিলনমেলায় পরিণত হয়। ঐতিহ্যবাহী এ অনুষ্ঠানকে কেন্দ্র করে নদীর তীরে, গাছ তলায়, রাস্তার পাশে, অস্থায়ীভাবে গড়ে উঠে ছোট্ট বড় অনেক দোকান যা মেলাতে রূপান্তরিত হয়। শিশুকিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সকল প্রকারের উৎসুক জনতা কেনাকাটা করে এই দোকানে।
নৌকা গুলো প্রতিযোগিতার জন্য একসঙ্গে ছুটে আসার সময় মানুষেরা উল্লাস করতে থাকে, এ দৃশ্য দেখার জন্য নদীর দু’পাড়ে, আশপাশের বাড়ির ছাদ, গাছের ডালে উঠে হাজারো মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন।নওয়াপাড়া পৌর সভার উদ্যোগে ও অভয়নগর উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতায় ১১তম নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২২ এর আয়োজন করা হয়।
© Deshchitro 2024