সামাজিক কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ সরকারি নিবন্ধন পেল কক্সবাজারের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'ব্রাইট ওয়ে ইউথ অর্গানাইজেশন'। 


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর নিবন্ধন ও পরিচালনা আইন ২০১৫ এর ৪ ধারা এবং যুব সংগঠন নিবন্ধন বিধিমালা ২০১৭ এর বিধি ৩(৪) এর অধীনে এই নিবন্ধন প্রদান করা হয়। যার নিবন্ধন নম্বর-যুবউঃ কক্সঃ ১৬৫।


কক্সবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপপরিচালক মোকাদ্দেস আলীর নিকট থেকে সম্প্রতি এই নিবন্ধন গ্রহণ করেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন সাল্লু ও অন্যান্য সদস্যরা।


উল্লেখ্য, দীর্ঘদিন ধরে 'আমরা শিখি আমরা শেখায়' শ্লোগানকে ধারণ করে ২০২০ সালের ১লা জুন এই সংগঠনটির যাত্রা শুরু হয়। 


প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার কল্যাণে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে উক্ত সংগঠন । তার মধ্যে উল্লেখ যোগ্য ক্যারিয়ার কাউন্সিল, শীতবস্ত্র বিতরণ, পূজায় নতুন বস্ত্র বিতরণ, ঈদ খাদ্য সামগ্রী বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ প্রতিযোতা, ইফতার মাহিফল, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, অসহায় ও দুঃস্থ শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা ও বিভিন্ন জনসচেততামুলক কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024