মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:

১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের এর একটি বিশেষ আভিযানিকদল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১৯ বোতল বিভিন্ন প্রকার মদসহ ১টি বাংলাদেশী ট্রাক আটক করে।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার হবে। উক্ত সংবাদের ভিত্তিতে ভোমরা স্থল বন্দরের চেকপোষ্ট এলাকায় ভোমরা বিওপির নাঃ সুবেঃ মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল সকাল ৯টার সময় বৈশাখী ট্রেডার্স এর ১টি খালি ট্রাক (রপ্তানী মালামাল ভারতের গোজাডাঙ্গা স্থলবন্দরে রেখে) ভোমরা চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে আগমন করলে ট্রাকটি তল্লাশী করে ১৯ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ উদ্ধার করে।


এ সময়ে অবৈধ মাদকদ্রব্য পাচারের দায়ে ট্রাকের চালক শ্রী গৌতম দে, পিতা-ননী গোপাল দে, গ্রাম: পূর্ব মাইজপাড়া, পোস্ট- বীর মহল, থানা- ডাসার, জেলা: মাদারীপুর এবং সহকারী চালক নাম মোহাম্মদ আল-আমিন, পিতা-আইয়ুব আলী বেপারী, গ্রাম পূর্ব চিরাইপাড়া, থানা ও জেলা: মাদারীপুরকে ট্রাকসহ (নম্বর ঢাকা মেট্টো ট-১৬-২০৮২) আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের মূল্য ১৯ বোতল মদ ১৫০০ টাকা পিচ মোট ২৮,৫০০/-টাকা এবং ১ টি ট্রাক ৩০,০০,০০০/- টাকা।


সর্বমোট সিজার মূল্য- ৩০,২৮,৫০০/- (ত্রিশ লক্ষ আটাশ হাজার পাঁচশত) টাকা। এ ব্যাপারে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও ট্রাকসহ সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024