|
Date: 2022-11-11 15:38:52 |
নোয়াখালীতে আন্তঃ থানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৭ম খেলায় চরজব্বর থানা পুলিশ বনাম কবিরহাট থানা পুলিশ দলের খেলা অনুষ্ঠিত হয়।
অদ্য নোয়াখালী জেলা পুলিশ কর্তৃক আয়োজিত আন্তঃ থানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২২ এর ৭ম খেলায় অংশগ্রহণ করেন চচরজব্বর থানা বনাম কবিরহাট থানা। উক্ত খেলায় কবিরহাট থানা ২ - ১ চরজব্বর থানাকে হারিয়ে জয় লাভ করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব দীপক জ্যোতী খীসা,পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) নোয়াখালী, জনাব মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) নোয়াখালী সহ অফিসার ইনচার্জ গন এবং আগত সকল অতিথি বৃন্দ।
© Deshchitro 2024