|
Date: 2024-09-11 05:08:26 |
দেশের ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটগণকে বদলী পূর্বক পদায়ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪) তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মুহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে মুন্সীগঞ্জ জেলায় পদায়ন করা হয়েছে পরিকল্পনা বিভাগের উপপ্রধান জনাব ফাতেমা তুল জান্নাত কে। অল্প সময়ের মধ্যেই তিনি মুন্সীগঞ্জে যোগ দেয়ার কথা রয়েছ। এর মধ্যে দিয়ে মুন্সিগঞ্জ হতে বিদায় নিবেন বর্তমান জেলা প্রশাসক মোঃ আবু জাফর রিপন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের প্রত্যাহার শুরু হয়। গত ২০ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে ২৫ জন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটগণকে প্রত্যাহার করে নেওয়া হয়।
ওই দিনই এক আদেশে ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা, গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটগণকে প্রত্যাহার করা হয়েছে।
পৃথক আদেশে ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট, চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটগণকে প্রত্যাহার করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, গত কয়েক দিন ধরে ডিসি নিয়োগের ফিটলিস্ট তৈরির জন্য মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
© Deshchitro 2024