ময়মনসিংহ-নেত্রকোণা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সুরিয়া নদী। নদীটি এক সময় খরস্রোতা নদী নামে পরিচিত ছিল। বর্তমানে স্রোত নেই প্রায় মৃত। নদী খননের ফলে এখন পানি থাকলেও স্রোত নেই। 


নেত্রকোণা জেলার দুগিয়া এবং ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার মাওহা গ্রাম সংযোগ হয়েছে সুরিয়া নদীর উপর নির্মিত সেতুর দ্বারা। সেতুটি গ্রামবাসির উদ্যোগে নির্মিত হয়েছিল। এ সেতুটি এখন খুবই ঝুঁকিপূর্ণ। দুই জেলার সীমান্ত সংযোগ বলে সেতুটি সরকারী ভাবে নির্মাণ করা হয়নি বা পুরাতন সেতুটি মেরামতও করা হয় নি। সেতুটির দুই পাশে নেই কোন রেলিং। সেতুতে ব্যবহৃত স্টীলের পাতগুলো মরিচা ধরে ভেঙ্গে গেছে ফলে ঝু্ঁকি নিয়ে চলাচল করছে মোটরসাইকেল সহ জনসাধারন। একটু অসচেতন হলেই ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা।


মাওহা গ্রামের সেতু সংলগ্ন গ্রামের বাহাজ উদ্দিন বলেন, সরকারী ভাবে নদীর উপর কোন সেতু তৈরীর উদ্যোগ নেওয়া হয় নি। তিনি আরো বলেন দুই গ্রামের মানুষের দূর্ভোগ লাঘবে গ্রামের মানুষের সহযোগিতায় প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে সুরিয়া নদীর উপর এ সেতুটি নির্মাণ করা হয়েছিল। সংস্কারের অভাবে সেতুটি এখন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ এবং ব্যবহারের প্রায় অযোগ্য। 


দ্রুত সময়ের মধ্যে সেতুটি মেরামত বা সংস্কার না করলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে। ঘটতে পারে প্রাণ হানীর মত ঘটনা। দুই গ্রামের জনগেন যাতায়তের জন্য সরকারী ভাবে সেতুটি নতুন করে নির্মাণের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024