|
Date: 2024-09-11 08:49:51 |
২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী ছাত্র শহীদ আবু বকরকে নৃশংস ভাবে হত্যার ঘটনায়, সে সময়ে প্রহসন মূলক বিচারের প্রতিবাদ ও নতুন করে মামলার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে মধুপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ সেপ্টেম্বর বুধবার দুপুরে মধুপুর বাসস্ট্যান্ড আনারস চত্বরে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে শহীদ আবু বকর স্মৃতি সংসদ নামের একটি সংগঠন।
বিক্ষোভ সমাবেশে মধুপুর সরকারি কলেজ, রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ছাত্রছাত্রীসহ মধুপুরের নানা শ্রেণি পেশার মানুষ এতে অংশ গ্রহণ করে।
বিক্ষোভ সমাবেশ বক্তারা একটাই দাবি তোলেন যে গত আওয়ামী সরকারের সময় শহীদ আবু বকরের বিচারের নামে যে প্রহসন হয়েছে তা যেন বাংলাদেশের আর কোন ন্যায় বিচার প্রার্থীর সাথে না হয়। এবং আমরা আশা করব আবার নতুন করে আবু বকরের এই হত্যার পুনঃ তদন্ত করে ওই অপরাধীদেরকে যেন সঠিক বিচারের মুখোমুখি করা হয়।
এ সময় বক্তব্য রাখেন আবু বকরের বাবা মো. রুস্তম আলী, বড় ভাই মো.আব্বাস আলী, ছোট ভাই ওমর ফারুক, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, মধুপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী, নান্দীনা সরকারি স্কুলের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, ব্যবসায়ী আনোয়ার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এস এম সবুজ, জোবায়ের হোসেন প্রমুখ।
© Deshchitro 2024