"কারিগরি শিক্ষার অবমূল্যায়ন,মানি না মানবো না" এই শ্লোগানকে সামনে রেখে অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার অথবা সমমানের পদে কর্মরতদের ১০গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।
বুধবার(১১সেপ্টেম্বর)সকালে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে এক সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি ও জরুরি ই সেবায় নিয়োজিত প্রতিনিধির মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় ।
বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল ভূমি জরিপ,ভৃমি ব্যবস্থাপনা ও ভুমি অধিগ্রহণ সহ সরকারের সকল উন্নয়নমুলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভেয়ার ও সমমান পদে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। অথচ দীর্ঘদিন ধরে তারা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন ।একই সমমানের প্রকৌশলীরা ১০গ্রেডে কর্মরত থাকলেও ১৪ ,১৫ ও ১৬ তম গ্রেডে চাকুরি করছেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।
এ বৈষম্য নিরসনে ইতিপূর্বে আদালত ও বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) নির্দেশনা দিলেও বিগত সরকার তা বাস্তবায়ন করেনি। এ নিয়ে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে ।দ্রুত বৈষম্য নিরসন না হলে উন্নয়ন কর্মকান্ড বাঁধাগ্রস্থ হতে পারে ।
স্মারকলিপির উল্লেখিত বিষয়সুত্রে জানা যায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় চার বছর মেয়াদের সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সরকারের বিভিন্ন মন্ত্রনালয়,দপ্তর,অধিদপ্তর ও সংস্থার সার্ভেয়ার পদে কর্মরত ।তারা সরকারের সব উন্নয়নমুলক কাজের প্রাথমিক ধাপে সরাসরি ভূমিকা পালন করেন ।কারিগরি অধিদপ্তরের আওতায় যতগুলো ডিপ্লোমা টেকনোলজি আছে,তারা সবাই ১৯৯৪সালের সম/বিধি১৬৪নম্বর রাষ্ট্রপতির আদেশে দ্বীতীয় শ্রেনী বর্তমানে ১০ম গ্রেডে উপসহকারী প্রৌকশলী পদে নিয়োগপ্রাপ্ত হন।সেখানে অর্থ বিভাগের সুস্পষ্ট সম্মতি রয়েছে এবং সব দপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে ।অথচ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বর্তমানে ১৪,১৫ ও ১৬তম গ্রেডে চাকুরি করছেন।
স্মারকলিপি অনুসারে আরো জানা যায় যে ২০০৫সালে ১৭৮(১৭)স্মারকে শিক্ষা মন্ত্রনালয় অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মতো উপসহকারী প্রৌকশলী ও বেতন স্কেল দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করত অনুরোধ করে ।এছাড়াও ২০১৩ ও ২০১৪ সালে জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সসচিবের সভাপতিত্বে অর্থ মন্ত্রনালয়ের ,ভুমি মন্ত্রনালয়ের,জন প্রশাসন মন্ত্রনালয়ের ও মন্ত্রীপরিষদের সদস্যদের সমন্বয়ে গঠিত কমিটির কল্যান শাখা থেকে পুনরায় তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার সুপারিশ করে অর্থ সচিবকে চিঠি দেওয়া হয় ।এরপর ভূমি মন্ত্রনালয় ২০১৮ ও ২০১৯ সালে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও সার্ভেয়ার এবং সমমান পদের বেতন স্কেল দ্বিতীয় শ্রেণী (১০ম গ্রেড) বাস্তবায়নে সুপারিশ করে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও ভুমিমন্ত্রী সেইসব সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন।আদালতের পক্ষ থেকেও সুপারিশ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয় ।কিন্তু এখনো কোন সুপারিশই বাস্তবায়িত হয়নি।
এবিষয়ে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের সদস্যরা বলেন বর্তমান সময়ে প্রযুক্তির সানিধ্যে থেকে বাস্তবধর্মী ও হাতে কলমে কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়তে থাকলেও দেশের সবচেয়ে প্রাচীন টেকনোলজি সার্ভেয়িং টেকনোলজির ব্যাপারে সরকারের উদাসীনতা অত্যন্ত দুঃখজনক ।একই কারিকুলামে পড়াশুনা করেও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং)টেকনোলজির শিক্ষা গ্রহণকারীরা কেনো বৈষম্যের শিকার হবে? এছাড়াও সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচিতে বক্তারা আরো বলেন যে বর্তমান বৈষম্যহীন বাংলাদেশে আমরা অনতিবিলম্বে অন্যান্য সকল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং)পাশকৃতদের চাকুরিক্ষেত্রে সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করতে হবে অন্যথায় বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ লাগাতার কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
এসময় উপস্থিত ছিলেন পার্বতীপুর ভূমি অফিসের অলক কুমার প্রাং ,দিনমজুর সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের মোঃ ফিরোজ বিন আনছার ,উপজেলা সেটেলমেন্ট অফিসের মোঃ শরিফুল ইসলাম,উপজেলা ভুমি অফিস সদরে মোঃ আবু দাইয়েন,পার্বতীপুর( এমজি)বাংলাদেশ রেলওয়ে ফিল্ড কানুনগো মোঃ রাজিবুজ্জামান,বিরল উপজেলা ভুমি অফিসের শুভেন কুমার সরকার,বিরামপুর এলজিইডির সার্ভেয়ার আবদুল্লাহ আল নোমান,প্রশান্ত কুমার সহকারী রাজস্ব কর্মকর্তা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দিনাজপুর ,দিনাজপুর এসএ শাখার সার্ভেয়ার সোহেল রানা,অমিত মুকুটমনি,মেহেদি হাসান এবং সার্ভেয়ার জিয়াউর রহমান ও হৃদয় হোসেনসহ প্রমুখ ।