|
Date: 2024-09-11 10:41:14 |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কর্মকর্তা, কর্মচারীদের শিক্ষার্থীদের সাথে 'আপনি' সম্বোধন করে কথা বলার নির্দেশ দিয়েছেন হল প্রশাসন। এছাড়া হল গেটে ধুমপান করতেও নিষেধ করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম এক বিবৃতিতে এ তথ্য জানান। সেখানে জানানো হয়, মনে রাখতে হবে যে, বর্তমান প্রজন্মের ছাত্ররাই আগামী দিনের পথপ্রদর্শক এবং এই ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই জাতি সব ধরনের বৈষ্যমের অপনোদন করে স্বাধীন মত প্রকাশের অধিকার অর্জন করেছে। সুতরাং সকল কর্মকর্তা ও কর্মচারীকে অফিসিয়াল কার্যক্রম পরিচালনায় নম্র ও ভদ্রতার পরিচয় রাখার জন্য বলা হচ্ছে।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীদের জন্যই আজকের এই সুন্দর বাংলাদেশ পেয়েছি, তাদের অভিজ্ঞতা থেকে আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন। সেখান থেকেই আমরা এই উদ্যোগটা গ্রহণ করছি। শুধু বঙ্গবন্ধু হল নয়, সবকটি হল ও বিশ্ববিদ্যালয়ের সবখানেই এমন নিয়ম চালু হোক।
© Deshchitro 2024