মহেশখালীর উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ের স্বীকৃতি নবায়ন ও বৌদ্ধধর্ম পাঠদান অনুমোদনে বিদ্যালয় পরিদর্শন করেছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী কর্মকর্তা করুণা শীষ খীসা।


বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় তিনি উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে পৌঁছান। এসময় তিনি বিভিন্ন ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সাথে বিষয়ভিত্তিক পাঠদানসহ নানা বিষয়ে কথা বলেন।


পরিদর্শন শেষে তিনি জানান, মহেশখালীর উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয় স্বীকৃতি নবায়ন ও বৌদ্ধধর্ম বিষয়ে পাঠদান অনুমোদনে বিদ্যালয় পরিদর্শন ছিলো। তিনি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদান কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।


এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024