|
Date: 2024-09-11 19:39:17 |
রাত্রির ট্রেন
নিশীথ কালো আঁধার মাঝে,
ছুঁটে রাত্রির ট্রেন।
লাখো তারার ছায়ার মাঝেও,
আবছা সকল লেন।
গবাক্ষ দিয়ে অন্ধকার দেশে,
দেখি কত ছায়ার মেলা।
যেনো দি এক ব্ল্যাকহোল পাড়ি,
আলো-আঁধারির খেলা!
ঝক ঝকা ঝক ট্রেনের শব্দ,
ছেয়ে যায় বহুদূর।
কান পেতে রই শুনতে সেই,
মহাকাব্যের সুর।
ভাদ্রের রাতে আকাশ তলে,
গরম লাগে তুঙ্গে।
চলমান সেই ট্রেনের হাওয়ায়,
প্রশান্তি যায় অঙ্গে।
কত শত গ্রাম, কত লোকালয়,
কত পথ-ঘাট পেরিয়ে,
ওপারের সব মিটিমিটি আলো,
তারই গল্প যায় গেয়ে।
রাত্রির ট্রেন!
শেখায় কত কাব্যের ভাষা,
প্রকৃত চেনায় ভিন্ন ধাঁচে,
উইন্ডো সিট, সাথে প্রিয় গান,
এ-নিয়ে মানুষ একটু বেশি বাঁচে।
কবি পরিচিতি:
মো: ইয়াসির আরাফাত
শিক্ষার্থী
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
© Deshchitro 2024