কক্সবাজার জেলার মহেশখালী দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নাগরিক সংলাপের আয়োজন করেছে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ইয়ুথ ফর ইকোলজি কনজারভেশন এবং মহেশখালী জন সুরক্ষা মঞ্চ। এই সংলাপে সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন। 


১১ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৪টায় মহেশখালী উপজেলা প্রশাসকের মিলনায়তনে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।


ইয়ুথ ফর ইকোলজি সংগঠনের টীম লিডার এস. এম. রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক সংলাপে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাছবীর হোছাইন, মহেশখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এস. এম. এনামুল হক, বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা লেঃ তানভীর ও মহেশখালী থানার উপ-পরিদর্শক ফরাজুল ইসলাম।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024