|
Date: 2024-09-12 08:52:47 |
কুমিল্লা চৌদ্দগ্রামে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এবং চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানসহ ১৩০ নেতাকর্মীর নামে হত্যা মামলা হয়েছে। ২০১৫ সালের বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের সময় চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা মেরে ৮ যাত্রী হত্যার ঘটনায় এ মামলা হয়। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক আবু বকর সিদ্দীকের আদালতে বাসের মালিক আবুল খায়ের মামলাটি করেন।
যারা এই কাজ করছে তাদের মধ্যে অন্যতম প্রধান আসামী হলেন চৌদ্দগ্রাম-১১ আসনের সাবেক এমপি ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব।
তার দোসর হিসেবে ছিলেন মিজানুর রহমান মিজান (সাবেক মেয়র), আবদুছ ছোবহান ভূইয়া হাসান, শাহজালাল মজুমদারসহ অনেকে। তাদের প্রায় ১৩০ জনের একটি তালিকা করে তাদের নামে ৮ মার্ডার মামলা দায়ের করা হয়েছে।
চৌদ্দগ্রাম বাসী ও বাসের মালিক আবুল খায়ের বলেন দোসীদের তদন্তর মাধ্যমে যথাযথ বিচার করতে হবে এমনটাই আমাদের দাবি।
© Deshchitro 2024