|
Date: 2024-09-12 09:15:45 |
কক্সবাজারের কুতুবদিয়ায় পুলিশ ও কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে ডাকাত শাহরিয়াকে দেশীয় অস্ত্র, রাউন্ড কার্তুজসহ আটক করা হয়েছে।বুধবার দিবাগত রাতে উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে নয়াঘোনা এলাকায় এ যৌথ অভিযান চালানো হয়।এসময় ডাকাত শাহরিয়ার বাড়ীতে তল্লাশী চালিয়ে চাপাতি, চাকু, মেমোরি কার্ড, সীমকার্ড ও মোবাইল উদ্ধার করা হয়। সে ওই এলাকার মো. আবু তৈয়বের পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে কুতুবদিয়া উপজেলার লেমশীখালীতে ডাকাত শাহরিয়ার বাড়িতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে। অভিযানে দেশীয় অস্ত্র ১টি, রাউন্ড কার্তুজ ১টি, চাপাতি, চাকু, মেমোরিকার্ড, সীমকার্ড ও মোবাইল উদ্ধার করা হয়।আটককৃত ডাকাত এবং উদ্ধারকৃত অস্ত্রসহ কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান কোস্ট গার্ড।
© Deshchitro 2024