|
Date: 2024-09-12 13:44:47 |
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া থেকে ২ কোটি ১১ লাখ টাকা মুল্যের দেশি রসুন,সুপারি ও শিং মাছ জব্দ করেছে বিজিবি'র টহল দল। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে এসব পণ্য জব্দ করা হয়।
চোরাকারবারিরা উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া এলাকা দিয়ে বাংলাদেশি রসুন, সুপারি, শিং মাছ ভারতে পাচারের সময় এসব পন্য আটক করে জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে ৪৮ ব্যাটালিয়ন বিজিবি'র টহল দলের বাংলাবাজার কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ভারতে পাচারের সময় বাংলাদেশি সুপারি ৬ হাজার কেজি,বাংলাদেশি রসুন ৬ হাজার কেজি,বাংলাদেশি শিং মাছ ৪ হাজার কেজি,১টি বাংলাদেশি ৩ টনা ট্রাক,২টি বাংলাদেশি ডিআই পিক আপ ভ্যান, ৪ টি বাংলাদেশি মহেন্দ্রা পিকআপ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ১১ লাখ টাকা।
সিলেট ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© Deshchitro 2024