|
Date: 2024-09-12 14:03:38 |
দোয়ারাবাজারে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু ঘটেছে। এ ঘটনাটি ঘটছে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চিলাইপাড় গ্রামে।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার (১৯) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চিলাইপাড় গ্রামের মন্তাজ মিয়ার মেয়ে।
জানাযায়,সুমাইয়া আক্তারের স্বামীর সাথে বনিবনা না হওয়ায় দুই সুপ্তাহ আগে স্বামীকে ডিভোর্স দেয় সে।এই খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে চিলাইপাড় গ্রামে এসে সুমাইয়াকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে ব্যার্থ হয় স্বামী জাকির হোসেন। এসময় সে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
জাকির হোসেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাও গ্রামের আব্দুল হাশিমের ছেলে।
স্থানীয়রা আহত সুমাইয়া আক্তারকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক,দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)বদরুল হাসান,ওসি (তদন্ত) শামছ উদ্দিন প্রমুখ।
© Deshchitro 2024