|
Date: 2024-09-12 14:11:36 |
◾মোস্তাকিম বিল্লাহ ॥ আশাশুনি উপজেলার কাদাকাটি বাজারের কচুয়া অংশে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বাজারের ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট শাখায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাজার আউটলেট শাখার পরিচালক জাকারিয়া হোসেন এর সভাপতিত্বে। পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হাফেজ হাবিবুল্লাহ বাহার।
গ্রাহক ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ সামছুল ইসলাম( এসপিও এন্ড এমও) সাতক্ষীরা শাখা। এসময় বিশেষ অতিথি ছিলেন, এস কে বেলাল হোসাইন (এসও এন্ড ফেক্স অফিসার), আল মামুন (অফিসার এন্ড এবিডিও), মোঃ আদুস সামাদ (অফিসার এন্ড এবিডিও), আলমগীর মাহমুদ (প্রধান শিক্ষক, কচুয়া গার্লস স্কুল)। এসময় গ্রাহকদের মধ্য থেকে বক্তব্য রাখেন - মাওলানা নূর মোহাম্মদ ও হাফেজ আমানুল্লাহ আরও অনেকে।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- মাওলানা ইয়াহিয়া, আগরদাড়ী জামে মসজিদ। এছাড়া উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী মোস্তাকিম বিল্লাহসহ ব্যবসায়ী,শিক্ষক, শিক্ষার্থী ও গ্রাহক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024