ভেজাল কীটনাশক বিক্রির দায়ে নীলফামারীর ডোমারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা সহ জব্দকৃত কীটনাশক মাটিতে পুতে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১১ই সেপ্টেম্বর) বিকালে উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী হাটে টেনস এগ্রো লিমিটেডের টেরিটরি এক্সিকিউটিভ অফিসার কৃষিবিদ শাকিল খানের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। যার নেতৃত্ব দেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল আলম বিপিএএ।

অভিযানে টেনস এগ্রো লিমিটেডের নামের মোড়কে মাজরা পোকা ধ্বংসকারী কয়েকটি কীটনাশকের প্যাকেট জব্দ করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেজাল সার ও কীটনাশক বিক্রেতা রাসেল ট্রেডার্সের মালিক আবু রাসেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯'র ৪৫ ধারা মোতাবেক ১০ হাজার জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাজিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024