মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।


 শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উখিয়া ১৪ নম্বর হাকিমপাড়ায় ক্যাম্পে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।


নিহতরা হলেন- ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-২ ব্লকের কবির আহমেদের ছেলে আব্দুর রহিম, আব্দুল হাফেজ এবং আব্দুল ওয়াহেদ।


বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন। 


তিনি জানান, ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের ৩জন নিহত হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। 


কক্সবাজার জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী বলেন, জেলায় পাহাড় ধসে মোট ৬জনের মৃত্যু হয়েছে। কার মধ্যে ৩জন বাংলাদেশী ও ৩জন রোহিঙ্গা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024