|
Date: 2024-09-13 13:18:10 |
মুন্সি শাহাব উদ্দীন।
দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় লোহাগাড়ায়ও প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। ফলে পানিতে ভরপুর হতে যাচ্ছে খাল বিল ও পুকুর সহ নিচু এলাকা। এই বৃষ্টি অব্যাহত থাকলে সৃষ্টি হতে পারে বন্যা। আর বিগত বছরের মত বন্যায় ক্ষতিগ্রস্ত হতে পারে জনজীবন। এমনই আশঙ্কা করছে বিগত দিনে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা। এমন পরিস্থিতি হলে মানুষের ক্ষতির সীমা আর পরিসীমা থাকিবে না। মাটির দেওয়ালের গৃহ যা ছিল গত বছরের বন্যায় পানিতে শেষ হয়ে গেয়ছে ওসব গৃহ। তাদের মধ্যে এখনো অনেকে গৃহ নির্মাণ করতে পারে নি। গৃহহারা হয়ে অনেকে কেউ ভাড়া বাসায়, কেউ অন্যভাবে দিন কাটাচ্ছে। ডলু খালের পানি যদি বেড়ে যাই, তাহলে উভয় পাশের পাড় ভেঙে জনবসতিতে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভবনা রয়েছে।
© Deshchitro 2024