কটিয়াদিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গন-সমাবেশ অনুষ্ঠিত।


মোঃফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি


কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে পীর সাহেব চরমোনাই  ঘোষিত ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবীতে গন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার(১৩ সেপ্টেম্বর) বিকালে কটিয়াদী উপজেলা বাসস্ট্যান্ডে এ গন- সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন  বাংলাদেশ কটিয়াদী উপজেলার সভাপতি মুফতি মোহাম্মদ বরকত হোসাইন।


প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক  আলমগীর হোসাইন তালুকদার। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মুফতি মোহাম্মদ শরীফুল ইসলাম।


প্রধান অতিথি বলেন স্বাধীনতার ৫৩ বছরেও দেশের জনগনের অধিকার বাস্তবায়ন হয়নি। দেশের জনগন সব সময় তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তিনি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে হযরত ওমর(রাঃ) এর নীতি অনুস্মরণ করে দেশ পরিচালনা করা হবে। দেশের জনগনের মৌলিক চাহিদা অগ্রাধিকার ভিত্তিতে পুরন করা হবে। 


গন-সমাবেশে জেলা এবং উপজেলার নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024