বিএনপির সম্মেলন সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু কাজী

যশোরের অভয়নগর থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আজ ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল৪টা পর্যন্ত একটানা   অনুষ্ঠিত হয়। সম্মেলনে  নেতাকর্মীরদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। দীর্ঘদিনপরউজ্জীবিত বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। সম্মেলনের কারনে তোড়জোড় শুরু হয়েছিলো পাড়া-মহল্লায়।   মতবিনিময়সহ উঠান বৈঠক ও ছিল অব্যাহত।শুক্রবার (১৩ সেপ্টেম্বর)নির্বাচনর প্রতিদ্বন্দি  প্রার্থীরা স্ব স্ব জনবল নিয়ে যশোরে জেলা বি এন পির কার্য্যালয়ে  ছোটেন সকালেই। সেখানে বিগত দিনের মতো  ভোটারদের দ্বারে দ্বারে নিজেকে যোগ্য প্রার্থী হিসাবে ভোটারদের বোঝাতে থাকেন।

 সম্মেলনে অভয়নগর থানা বিএনপি’র সভাপতি পদে ফারাজী মতিয়ার রহমানএকক প্রার্থী হওয়ায় তিনি বিনাপ্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন। তবে সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থীর মধ্যে  থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী গোলাম হায়দার ডাবলু ১৩ ভোটের ব্যবধানে  বিজয়ী হন। তার নিকটতম  প্রার্থী ছিলেন  থানা বি এন পির  যুগ্ম আহবায়ক মশিয়ার রহমান মশি।

সাংগঠনিক সম্পাদকের দুটি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেন। প্রার্থীরা হলেন- থানা বিএনপির যুগ্ম আহবায়ক এফ এম গিয়াস উদ্দিন, থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ ও নওয়াপাড়া পৌর যুব দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল হোসেন খান। এর মধ্যে ১ নং সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হন পৌর যুব দলের সাবেক সিনিয়র যুগ্ম  আহবায়ক কামাল হোসেন খান,২নং সাংগঠনিক সম্পাদক হিসেবে বিজয়ী হন থানা বি এন পির যুগ্ম আহবায়ক এফ এম গিয়াসউদ্দিন।  বিজয়ী হয়ে তারা বলেন আমাদের প্রথম কাজ   গনতন্ত্রকে পুর্ন প্রতিষ্টা করা সহ জন গনের ভাগ্যেউন্নয়নে কাজ করা।  নব নির্বাচিত   সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে রয়েছি এবং জুলুম, নির্যাতন ও হামলা-মামলার শিকার হয়েছি। দলের নেতাকর্মীদের প্রতি আমার বিশ্বাস ছিল, আছে ও থাকবে সারাজীবন। দলীয় সূত্রে জানা যায়,আজ  ১৩ সেপ্টেম্বর শুক্রবার অভয়নগর থানা বিএনপির সম্মেলন যশোর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়  সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৮টি ইউনিয়নের  ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024