জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ইসলামপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এসএম আব্দুল হালিম দুলাল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। 

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এর আগে আজ শনিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশনার। এছাড়া আগামী সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনারের কাছ থেকে আগামী ২০ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করে পরদিন ২১ সেপ্টেম্বর তা দাখিল করবেন। একইদিন মনোনয়ন ফরম যাচাই-বাছাই করবেন নির্বাচন কমিশনার। ২২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন। ২৩ সেপ্টেম্বর প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ২৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন। একইদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাদের মগ ভোট গ্রহণ করবেন নির্বাচন কমিশন। ২৮ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা চলবে ভোট গ্রহণ। মধ্যাহ্ন ভোজের পর ফলাফল ঘোষণা করা হবে। 


ইসলামপুর প্রসক্লাব সূত্রে জানা গেছে, নির্বাচনে ৩০ জন সাংবাদিক ভোট প্রদান করতে পারবেন। সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক,  যুগ্ম সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং সাহিত্য সম্পাদক, কার্যনির্বাহী সদস্য-১, কার্যনির্বাহী সদস্য-২ মোট ১৩টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে পারবেন। 


উল্লেখ্য, ২০২১ সালের ২৫ জুন ইসলামপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর ওই কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও নানা কারণে নির্বাচনের ব্যবস্থা হচ্ছিল না। অবশেষে গত বুধবার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সাধারণ সভায় কমিটির কার্যক্রম স্থগিত করে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রেসক্লাবের সদস্য ও ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক এসএম আব্দুল হালিম দুলালকে প্রধান নির্বাচন কমিশনার, আইনজীবী মুহম্মদ মানিক মিয়াকে সহকারী নির্বাচন কমিশনার এবং সহযোগী সদস্য সুমন খন্দকারকে সদস্য পদে দায়িত্ব দেওয়া হয়।


ইসলামপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বপ্রাপ্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী মুহম্মদ মানিক মিয়া বলেন, 'প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর প্রেসক্লাবের নিজস্ব ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।'


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024