|
Date: 2024-09-13 16:55:16 |
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার উমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর শান্তিগঞ্জ উপজেলা শাখার যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এর ২৪ এর গনঅভ্যুত্থান ছাত্র জনতার অবদান শীর্ষক বিষয়ক আলোচনা সভা ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
১৩ ই সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩ ঘটিকার সময় স্থানীয় পাগলা বাজারে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাফিজ শহীদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আহমদ উসমান ও সায়নান সায়েমের ইসলামী সংগীত পরিবেশনায় যুব জমিয়ত নেতা মাও: সালিক আহমদের সভাপতিত্বে, মৌলভী আব্দুর রহমান জামী ও মাও: সাদিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়ত নেতা মাও: করিম খাঁন। যুব জমিয়ত নেতা মাও: হাফিজুর রহমান, সিলেট মহানগর ছাত্র জমিয়তের আহ্বায়ক দিলওয়ার ইমরান। জেলা যুব জমিয়তের যুব বিষয়ক সম্পাদক শাহীনূর রহমান শাহীন, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি শহীদুর রহমান, জমিয়তের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাও: খলিলুর রহমান,উপজেলা জমিয়তের আহব্বায়ক শায়খ হোসাইন আহমদ, জেলা যুব জমিয়তের যুগ্ম আহ্বায়ক এরশাদ খান আল হাবীব। জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুনামগঞ্জ জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ রশিদ আহমদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ- সভাপতি ও সুনামগঞ্জ ৩ ( শান্তিগঞ্জ-জগন্নাথপুর) সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম। যুব জমিয়ত কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল-আদনান,
বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাও: ওয়ালী উল্লাহ আরমান।
এসময় আমন্ত্রিত অতিথিরা মাও: কবির আহমদ কে ছাত্র জমিয়তের উপজেলা সভাপতি ও আরিফ বিল্লাহ আনছার কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি আত্মপ্রকাশ করেন। যার মেয়াদ কাল থাকবে ২ বছর।
অপরদিকে মাও:শাহীদুর রহমান কে যুব জমিয়তের উপজেলা সভাপতি ও মাও: সাদিকুর রহমান কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির আত্নপ্রকাশ করে জেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুশ শহীদ জামলাবাদীর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করেন।
© Deshchitro 2024