নিরাপদ সড়ক চাই নিসচা যুক্তরাজ্য শাখার ২০২৪/২৫ সালের পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ইস্ট লন্ডনের একটি আভিজাত্য রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই নিসচা যুক্তরাজ্য শাখার চেয়ারম্যান আব্দুল হেলাল চৌধুরীর সেলিম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহেল আহমদ।

সংগঠনের চেয়ারম্যান জনাব আব্দুল হেলাল চৌধুরী সেলিম নতুন কমিটির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং নতুন কমিটির সদস্যদের সবার সাথে পরিচয় করিয়ে দেন । তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সংগঠনের সবাইকে কাজ করার জন্য বিনীত অনুরোধ জানান। অনুষ্ঠানে সবাই সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন এবং মিষ্টি বিতরণের মধ্য দিয়ে একে অন্যকে বরণ করেন। 

এসময়  উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ তাজির উদ্দিন মান্নান,সিনিয়র ভাইস চেয়ারম্যান আনসার মিয়া,ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,অর্থ সম্পাদক তায়েফ সারওয়ার,সাংগঠনিক সম্পাদক আলী হোসাইন,সড়ক দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক কাজী তানভীর হাসান, প্রচার সম্পাদক রিপন ভূঁইয়া, প্রকাশনা সম্পাদক কয়ছর মিয়া,সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক সৈয়দ পার্থ,কার্যকরী সদস্য সুজাতুল ইসলাম, আব্দুর রহিম, খালিছ আহমদ, দুলাল মিয়া প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024