অভাব
সাবরিনা অনি
°°°°°°°°
আমার একটা শান্তি চুক্তি চাই।
যার প্রথম শর্তে তুমি,
দ্বিতীয় শর্তে তুমিই,
তৃতীয় শর্তেও তুমি।
তুমি হীনা আমি একটা ছোট্ট চারাগাছ
যে যত্নে বাড়ে আর অযত্নে মরে।
তুমি সবসময়ই আমাকে একটা অভাব দিয়ে যাও।
রাস্তার ধারের ক্ষুদার্ত বৃদ্ধ,
একমুঠো খাবে বলে যতটা কথার খরচ করেন,
আমি তোমার অভাব পূরণে,
ঠিক এতবারই তোমাকে কাছে ডাকি।
আমি এই অভাব পরিত্রাণের,
খুব কাছে যেতে চাই।
তোমার সময় আর আমার সম্পর্ক,
দুটোকে মিলিয়ে দিতে
তোমার কাছে এসেছি তাই।