|
Date: 2024-09-14 07:20:02 |
মিরসরাই প্রতিনিধি: বাংলাদেশ বয়লার পরিচারক এসোসিয়েশনের মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে মিরসরাই প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান। এসময় বক্তব্য রাখেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, বাংলাদেশ বয়লার পরিচারক এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি নুর ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য আবু সুফিয়ান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলা উদ্দিন, প্রতিষ্ঠাতা সহ-সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, উপদেষ্টা রেজাউল করিম খোকন, আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ইব্রাহিম সওদাগর, কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক মাস্টার, ঢাকা জেলা কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, চট্টগ্রাম জেলা কমিটির ক্রীড়া সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ। সবশেষে মিরসরাইয়ের সন্তান এডভোকেট সাইফুর রহমান সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল মনোনীত হওয়ায় তাকে বাংলাদেশ বয়লার পরিচারক এসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সাইফুর রহমান বলেন, আমি বাংলাদেশ বয়লার পরিচারক এসোসিয়েশনের শুরু থেকে আছি, ভবিষ্যতেও যেকোন প্রয়োজনে আপনারা আমাকে পাশে পাবেন। এই দেশের চালিকা শক্তিকে সচল করার জন্য বয়লার শ্রমিকদেরও অনেক অবদান রয়েছে। আপনারা আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে সবসময় একই ছাতার নিচে ঐক্যবদ্ধ থাকবেন। যাতে করে কেউ কখনো আপনাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে না পারে।
© Deshchitro 2024