|
Date: 2022-11-12 13:00:07 |
রাজশাহীর বাঘায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবু তালিব (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা উপজেলার মোহদিপুর এলাকার হায়াত আলীর ছেলে আরিফুল (১৮) ও জামাল আলীর ছেলে হৃদয় (১৯)। আজ ( শনিবার ) বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বাঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তালিবকে মৃত ঘোষণা করেন।
সে উপজেলার মিরগঞ্জ কলাবাড়িয়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। থাকতেন ঢাকায়।
নিহত তালিবের আত্মীয় নাসির জানান, এদিন ভোটার তালিকাভুক্তির কাজে তারা তিনজন মিলে মোটরসাইকেল ( বাজাজ সিটি) নিয়ে উপজেলা নির্বাচন অফিসে গিয়েছিলো। কাজ শেষে তারা বাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলো তালিব। পথিমধ্যে মনিগ্রাম ইউপির আটঘরি মোড় থেকে সামান্য পশ্চিমে (বাঘা- চারঘাট সড়ক) অতিক্রম করার সময় একটি কুকুরের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা তিনজনই ছিটকে পড়ে যায়। পরে স্থানিয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাকিব তালিবকে মৃত ঘোষণা করেন এবং আরিফুল ও হৃদয় কে রামেক হাসপাতালে রেফার্ড করেন।
বাঘা হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাকিব হাসান জানান, আহত অবস্থায় তাদের তিনজনকে নিয়ে আসলে পরীক্ষার মাধ্যমে তালিবকে মৃত ঘোষনা করা হয়। অপর দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তাদের মধ্যে আরিফুলের অবস্থা আশংকাজনক।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দুর্ঘনায় মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। কারও কোন অভিযোগ না থাকলে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
© Deshchitro 2024