|
Date: 2024-09-15 13:53:47 |
চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতির ৫৪ তম ১৯ দিনব্যাপী আন্তজাতিক সীরতুন্নবী (সা) মাহফিল এর শুভ উদ্বোধন করেন আওলাদে রাসুল সাইয়েদ তাহেরি জাবেরী আল মাদানী। ১৫সেপ্টেম্বর রবিবার বাদে জোহর চুনতী সীরত ময়দান,শাহ মঞ্চিলে উদ্বোধনী দিবসে বক্তব্য রাখেন চট্রগ্রাম মহানগরীর জামায়াতের আমীর জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এতে তেলাওয়াতে কালাম পাক,না'আতে রসুল (সা.),ছদরে মাহফিল,মিলাদ শরীফ,খোৎবায়ে ছদর,মোনাজাত সহ বিশ্ব বরণ্য আলেমেদ্বীন বিভিন্ন বিষয়ে কুরআন হাদীসের আলোকে ওয়ায়েজ করবেন।
জানা গেছে, অলিকুল শিরোমনি আশেকে রাসুল (স:) মোজাদ্দেদে মাহফিল সীরতুন্নবী (স:) প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ: আ:) ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে রসুল (স:) এর শানে এ মাহফিল ১৯৭২ সালে প্রবর্তন করেন।মুতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপকমিটির সমন্বয়ক আব্দুল মালেক ইবনে দিনার নাজাত মহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপ-কমিটি গঠন করে দেশের বিভিন্ন স্থানে হাজারের অধিক মিটিং করেছেন বলে অবহিত করেন এবং বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মাহফিলের দাওয়াত দিয়েছেন।পবিত্র ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স:) সারা বিশ্বে ছড়িয়ে দিতে কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। এছাড়া ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স:) পুলিশ প্রসাশনের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত করে আইন শৃঙ্খলা রক্ষার্থে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন বলেও জানান।
এ উপলক্ষে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চুনতি সীরত ভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন সীরত কমিটি।এ সময় জানানো হয়, হযরত আলহাজ শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ.) প্রকাশ শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তীত ১৯ দিনব্যাপী সীরত মাহফিল প্রতি বছর ১১ রবিউল আউয়াল শুরু হয়ে ৩০ তারিখ শেষ হয়। তারই ধারাবাহিকতায় মাহফিলটি আগামী ১৫ সেপ্টেম্বর (রোববার) শুরু হয়ে ৩ অক্টোবর দিবাগত রাতে শেষ হবে।মতবিনিময় সভায় মাহফিল পরিচালনা কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব যাহেদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মাওলানা হাফিজুল হক নিজামী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমিটির যুগ্ম-সম্পাদক ইসমাঈল মানিক, সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, মিডিয়া উপ-কমিটির আহবায়ক শাহজাদা তৈয়বুল হক বেদার, কাজি আরিফুল ইসলাম প্রমুখ।
© Deshchitro 2024