উপকূল দিবসকে রাষ্ট্রীয় ঘোষণার দাবীতে শ্যামনগরে   উপকূল দিবস পালন

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির সুন্দরবন সংলগ্ন নীলডুমুর শনিবার (১২নভেম্বর) সকাল ১০ টায় উপকূলীয় প্রেসকাবের আয়োজনে ১২ নভেম্বর প্রস্তাবিত উপকূল দিবসকে রাষ্ট্রীয় ঘোষণার দাবীতে র‌্যালী, মানববন্ধন ও আলোচনাসভা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবেশ উন্নয়ন কাব, সিডিও ,সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম ও বারসিকের
সহযোগিতায়  র‌্যালি, মানববন্ধন ও আলোচনাসভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ, শ্যামনগর উপজেলা প্রেস কাবের সভাপতি জি এম আকবর কবীর,শিক্ষক রনজিৎ কুমার, সিএস আর এল কর্মকর্তা পিযুজ বাউলিয়া, বারসিক কর্মকর্তা রাম কৃষ্ণ যোদ্দার,ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন উপকূল বাঁচলে বাচঁবে দেশ। উপকূলকে বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলসহ বাংলাদেশ দায়ী নয়। জলবায়ু পরিবর্তনের ফলে  উপকূলীয় এলাকায় ঝুকি দিন দিন বাড়ছে। উপকূলীয় এলাকায় মানুষের বসবাস করা খুবই কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত প্রকৃতির সাথে সংগ্রাম করে টিকে থাকতে হচ্ছে। এই এলাকার মানুষ তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের ক্ষতিপুরন দিতে হবে।কার্বন নি:সরন কমাতে হবে। আমাদের সকল প্রানের নিরাপত্তা চাই। সেই সাথে উপকূলের সুপেয় পানির আধার তৈরী ও সংরক্ষন করতে হবে।

 বক্তারা উপকূল দিবসে  ১২নভেম্বরকে উপকূল দিবস ঘোষনা , টেকসই বেড়ীবাঁধ নির্মাণ করা , জলবায়ু ক্ষতিপূরণ আদায় ও কম কার্বন নির্ভর জীবনযাপনে বাধ্য
করা, উপকূলের উন্নয়নে আলাদা বোর্ড গঠন সহ অন্যান্য দাবী তুলে ধরেন।

ছবি- শ্যামনগরে প্রস্তাবিত উপকূল দিবস উপলক্ষে উপকূল সুরক্ষায় মানববন্ধন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024