কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছেন।


সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উখিয়ার জামতলী ক্যাম্প ও কুতুপালং লাল পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতদের একজন হলেন উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ-৮ ব্লকের বাসিন্দা নুরুল বশর (৫৫) ও ক্যাম্প-৪ এক্সটেনশন এলাকার ব্লক সি/১ এর রশিদ আহমেদের পুত্র কবির আহমেদ (২৭)


উখিয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম দুপুরে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। এতে তিনি রোহিঙ্গাদের সন্ত্রাসী গ্রুপের দুষ্কৃতকারীদল আজ সকালে নুরুল বশর ও কবির আহমেদকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পরে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।


উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর রোহিঙ্গা ক্যাম্প ৪ ও ক্যাম্প ২০ এ সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছিলো।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024