মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা দেবহাটায় মৎস্য ঘেরে যাওয়ার পথে আবুল কাশেম (৪০) নামের একজনের বজ্রপাতে মৃত্যু হয়েছে। মৃত আবুল কাশেন উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত বাবুর আলীর ছেলে। তিনি ১৬ সেপ্টেম্বর সোমবার দুপুর অনুমান ২টার দিকে বাড়ি থেকে মৎস্য ঘেরে যাওয়ার পথে বজ্রপাতের শিকার হন।


প্রত্যক্ষদর্শী মোঃ রমজান আলী বলেন আমি পাশের খালে মাছ ধরছিলাম। এ সময় আবুল কাশেম আমার পাশ কাটিয়ে তার ঘেরের দিকে যেতে থাকে। তিনি ঘেরের কাছাকাছি পৌছালে বিকট শব্দে হঠাৎ বজ্রপাত হয়। আমার দুর থেকে ধোয়া উড়তে দেখি। পরে আশে পাশের লোকজন গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024