|
Date: 2024-09-16 13:01:03 |
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়সভার অংশ হিসেবে সাতক্ষীরায় কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে হওয়া অনুষ্ঠান ভুন্ডল করেছে ছাত্রদলসহ স্থানীয় নেতাকর্মীরা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।
এসময় ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় নেতারা মঞ্চে উঠে মাইক হাতে বলতে শুরু করেন, সাতক্ষীরায় আন্দোলন শুরু হওয়ার পর থেকে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলাম, সাতক্ষীরা জেলায় কোন বৈষম্য চলবে না। যেসব ভাইয়েরা ঢাকা থেকে এসেছেন, আপনারা আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছেন। আজকের প্রোগ্রাম আমরা হতে দেবো না, অবিলম্বে আপনারা এই স্থান ছেড়ে চলে যান।
মূহুর্তেই অডিটোরিয়ামটি উত্তল হয়ে ওঠলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে মঞ্চে ওঠা মাত্রই ভুয়া ভুয়া স্লোগানে ভুন্ডল হয় অনুষ্ঠানটি।
© Deshchitro 2024