সৃষ্টি তোমার আদম পাঁজর 

আসিয়াছো ধরাতে ।

দৃষ্টি সবার করিবে উদ্ধার 

কুমন্ত্রণার মেলাতে ।


ঈমান আমার অর্ধ ছিল 

 তুমি করলে পূর্ণ ।

মহান খোদা তোহফা দিল 

তুমি হটলে শূন্য।


গর্ভে তোমার পয়লা ঘর

নাহি গো কিছু উপমা।

স্বর্গের তুমি এক স্তর 

নারী তুমি হইলে মা।


খুনসুটিতে মাতিয়ে রাখো 

আবদার করা অন্য গুণ ।

ভ্রা‌‌তৃ বিবাদে হেরে থাকো 

নারী তুমি হইলে বোন।


নেক নরের হস্ত ধরো

প্রণয় তোমার করছে জমা।

স্বর্গে থাকার যাচ্ঞা করো

নারী তুমি প্রিয়তমা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024